JL OUTSOURCING পাইথন প্রোগ্রামিং কোর্স এর মাধ্যমে আপনি একজন প্রফেশনাল পাইথন প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন | একজন প্রফেশনাল পাইথন প্রোগ্রামার হিসাবে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়েই কোর্সটি সাজানো হয়েছে |
পাইথন প্রোগ্রামিং কি?:
পাইথন হচ্ছে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ | পাইথনের কোডগুলো সংক্ষিপ্ত তাই কাজ করতে সময় কম লাগে | পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি তুলনামূলকভাবে সহজ | জনপ্রিয়তার বিচারে পাইথনের স্থান চতুর্থ | শীর্ষ তিনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, সি, সি প্লাস প্লাস |
পাইথন প্রোগ্রামিং কেন শিখবেন?:
পাইথনের কোডগুলো সহজ ও সংক্ষিপ্ত হয় জাভা বা সি থেকে | পাইথনে লিস্ট, ডিকশনারি ও সেটের মতো চমৎকার ডেটা কাঠামো রয়েছে।বিভিন্ন অপারেটিং সিস্টেমে পাইথন ব্যবহার করা যায় | পাইথনের কার্যকর ও বিশাল লাইব্রেরী সুবিধা রয়েছে | পাইথনের ভালো অনলাইন কমিউনিটির ব্যবস্থা রয়েছে |
ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথনের কিছু ফ্রেম ওয়াক রয়েছে যেমন Django এবং Pyramid | পাইথনের Kivi ফ্রেম ওয়াক দিয়ে এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ্লিকেশন তৈরি করা যায় | পাইথন দিয়ে গেম তৈরি করা যায় | বিভিন্ন অটোমেশন সফটওয়্যার নির্মাণ, বায়ো ইনফরমেটিকস, মেশিন লার্নিং, তথ্য বিশ্লেষণ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব ক্রলার,সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে পাইথনের ব্যবহার রয়েছে । এছাড়া গুগল সার্চ ইঞ্জিন, ফেসবুক, নাসা,ইয়াহু ম্যাপ, ড্রপবক্স, ইউটিউব ইত্যাদিতে ব্যবহার রয়েছে।পাইথনের উল্লেখযোগ্য কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন NumPy, Pylons, Tornado, Pyramid, Flask, WEB2PY, Bottle, Django, SciPy ইত্যাদি।বিভিন্ন আইটি কোম্পানিতে ও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে পাইথন প্রোগ্রামারদের প্রচুর চাহিদা রয়েছে |
এই কোর্স সম্পর্কে :
এই কোর্সটিতে পাইথন ভালোভাবে শেখার জন্য যে সমস্ত জিনিস দরকার তার সব কিছুই বিস্তারিতভাবে শিখানো হবে | এছাড়া পাইথনের বহুবিধ ব্যবহার নিয়ে আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যাল করে দেখানো হবে |
কোর্সটি করার জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন :
কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে |
COURSE DETAIL:
Training Duration –6 Month Plus
Total –48 Class
Weekly – 1/2/3 Class
প্রতি ক্লাস: ২ ঘন্টা
অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা
COURSE FEATURES:
Video tutorials
Recognized certification
সার্টিফিকেট এর মাধ্যমে আপনার কি সুবিধা হবে:
আপনার সিভিকে উন্নত করতে পারবেন
জব পাওয়ার জন্য সহায়ক হবে
ক্যারিয়ার উন্নত করতে পারবেন
কি কি সফটওয়্যার শেখানো হবে :
Pycharm
Atom
VS Code
Web Browser
যে সমস্ত বিষয় আপনি শিখতে পারবেন :
Concept Of Static & Dynamic Website
Raw PYTHON Coding
Object-Oriented Programming (OOP)
Dynamic Website Development
Admin Panel Integration
Django Framework
Final Project
Career Opportunity:
Web Application Developer
Web Developer
Software Engineer
Backend Developer
Backend Engineer
Python Developer
Django Developer
0 মন্তব্যসমূহ