ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লিস্ট,ফ্রিল্যান্সিং ওয়েবসাইট লিস্ট, জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট


বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা | ফ্রিল্যান্সিং জব খুঁজে পাওয়ার জন্য দরকার ভালো মানের ফ্রীলান্সিং মার্কেটপ্লেস  | এখানে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো তুলে ধরা হবে যার মাধ্যমে আপনি ভালো জব পেতে পারেন এবং ভালো ক্যারিয়ার গড়তে পারেন |


ফ্রীলান্সিং মার্কেটপ্লেস কি:


 ফ্রীলান্সিং মারকেটপ্লেস এর মাধ্যমে বিভিন্ন প্রকার কোম্পানি , প্রতিষ্ঠান,ব্যাক্তি বিভিন্ন জব পোস্ট করে থাকে | যারা কাজ দিয়ে থাকে তাদেরকে বলা হয় বায়ার | ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ গুলো সাধারণত স্বল্প মেয়াদের হয়ে থাকে যেমন ঘন্টা ভিত্তিক অথবা চুক্তিভিত্তিক কাজ দিয়ে থাকে | 


পক্ষান্তরে একজন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করতে হয় | একজন ফ্রিল্যান্সার তার প্রোফাইলে তার দক্ষতাগুলো সুন্দরভাবে তুলে ধরতে হয় | এরপর একজন ফ্রিল্যান্সারকে কাজ পাওয়ার জন্য চেষ্টা করতে হয় | ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস এ যারা কাজ করে তাদেরকে বলা হয় সেলার | 


বায়ার এবং  সেলারদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা করাই হচ্ছে একটি মার্কেটপ্লেসে কাজ | প্রতিটি কাজ সম্পাদনের পর মার্কেটপ্লেস সেলারদের থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন কেটে নেয় |


ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য নিচে সবচেয়ে ভালো ফ্রী ফ্রীলান্সিং মারকেটপ্লেস  গুলোর লিস্ট দেওয়া হল: 



Fiverr:

ফাইবারে আপনি 250 ক্যাটাগরির অধিক কাজ পাবেন | এখানে একজন ফ্রিল্যান্সার যে কাজটি দক্ষতার সাথে করতে পারবে সেই কাজটি সে GIG আকারে পোস্ট করতে হয় | পক্ষান্তরে একজন বাইরের যে ধরনের কাজ দরকার তা সে খুঁজে বের করে নির্দিষ্ট ফ্রিল্যান্সার কে কাজটি প্রদান করে থাকে | এছাড়াও এখানে বিভিন্ন প্রকার জব পোস্ট করা হয় যা পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে | 


Upwork :


আপওয়ার্কে বিভিন্ন ক্যাটাগরিতে বায়াররা বিভিন্ন ধরনের জব পোস্ট করে থাকে | পক্ষান্তরে ফ্রিল্যান্সাররা জব পাওয়ার জন্য আবেদন করতে হয় | এইখানে কাজ গুলো সাধারণত ঘন্টা ভিত্তিক এবং চুক্তিভিত্তিক দুই ধরনের কাজ পাওয়া যায় | ঘন্টা ভিত্তিক ভালো কাজের জন্য আপওয়ার্ক খুবই জনপ্রিয় |


Freelancer :


ফ্রিল্যান্সার এ ঘন্টা ভিত্তিক, চুক্তিভিত্তিক এবং প্রতিযোগিতা ভিত্তিক বিভিন্ন বিভাগে বিভিন্ন কাজ পাওয়া যায় | এছাড়া ফ্রীলান্সারে নির্দিষ্ট দেশভিত্তিক ও কাজ পাওয়া যায় |


Guru :


এই মার্কেটপ্লেসে বিভিন্ন বিভাগে বিভিন্ন জব পোস্ট করা হয় | 


People Per Hour :


এই মার্কেটপ্লেস টি অনেকটা ফাইবারের মত |  কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি  করার 90 দিনের মধ্যে কাজ  ধরতে হয়, না হলে আপনার একাউন্টে সমস্যা হয়  | 


Toptal :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |


FlexJobs :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |


99designs :


এই মার্কেটপ্লেস টিতে সাধারণত লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন সম্পর্কিত ভালো কাজ পাওয়া যায় |


SimplyHired :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |


Aquent :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |


PubLoft


এই মার্কেটপ্লেস টিতে সাধারণত লেখালেখির সম্পর্কিত ভালো কাজ পাওয়া যায় |


LinkedIn :


LinkedIn হচ্ছে  বিজনেস টু বিজনেস সোশ্যাল মিডিয়া সাইট | এই সাইটটিতে বিভিন্ন প্রকার জব পাওয়া যায় |


Designhill :


এই মার্কেটপ্লেস টিতে সাধারণত লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন সম্পর্কিত ভালো কাজ পাওয়া যায় |


Hubstaff Talent :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |


SolidGigs :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |


We Work Remotely :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |


Dribbble :


 এই মার্কেটপ্লেস টিতে ডিজাইন সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় যেমন visual designers, UI & UX designers, brand designers, animators, illustrators, ইত্যাদি |


Gigster :


এই মার্কেটপ্লেস টিতে সাধারণত ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার ডেভেলপারদের জন্য বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় |


Behance :


এই মার্কেটপ্লেস টিতে সাধারণত গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বিভিন্ন প্রকার কাজ পাওয়া যায় |


CloudPeeps :


এই মার্কেটপ্লেস টিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ পাওয়া যায় |