অফিস ম্যানেজমেন্ট কোর্স, অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ, প্রশিক্ষণ কোর্স



অফিস ম্যানেজমেন্ট কাকে বলে




বর্তমানে আপনি যে কোন অফিসে যদি লক্ষ্য করেন, প্রত্যেকটি অফিসের প্রত্যেকটি বিভাগের দৈনন্দিন কাজ গুলো সম্পাদন করার জন্য কম্পিউটার ব্যবহার করছে | যেমন ধরেন প্রত্যেকটি অফিসে বিভিন্ন ধরনের চিঠিপত্র লিখতে হয়, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করতে হয়, রিপোর্ট তৈরি করতে হয়, সেলারি শীট করতে হয়, আয় ব্যয় হিসাব তৈরি করতে হয় | এছাড়াও অফিস পরিচালনার জন্য বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে হয় এবং এই সমস্ত যাবতীয় কাজ কম্পিউটার ব্যবহারের মাধ্যমে করা হয়ে থাকে |


আমাদের অফিস ম্যানেজমেন্ট কোর্স এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি অফিসের যাবতীয় কাজগুলো দক্ষতার সাথে, দ্রুততার সাথে, নিখুঁতভাবে করতে পারেন |


আমাদের অফিস ম্যানেজমেন্ট কোর্সটি কেন শিখবেন




বর্তমান সময়ে শিক্ষা জীবন থেকে শুরু করে ব্যক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক, পারবারিক, সামাজিক, চাকুরী,ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ব্যবসা, অফিস আদালত সহ সব জায়গাতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি জানা অত্যাবশ্যক। বর্তমানে যে কোন চাকুরী পাওয়ার ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা থাকা আবশ্যক |


জেল আউটসোর্সিং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আইটি ইনস্টিটিউশন | আমাদের এখান থেকে অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং করার পর আপনি নিম্নলিখিত দক্ষতাগুলো অর্জন করতে পারবেন :

Basic computer skill: কম্পিউটারে কাজগুলো সুন্দরভাবে করার জন্য যে সমস্ত বেসিক কম্পিউটারের দক্ষতাগুলো জানা দরকার সেগুলো ভালোভাবে শিখতে পারবেন |

The basic software and tools skills: অফিস ম্যানেজমেন্ট কাজগুলো দক্ষতার সাথে করার জন্য যে সমস্ত সফটওয়্যার এবং টুলস গুলো জানা দরকার সেগুলো ভালোভাবে শিখতে পারবেন |

Basic communication skills: নির্ভুলভাবে ইংরেজিতে অফিসের যেকোনো চিঠিপত্র লিখতে পারবেন এবং ইংরেজিতে যেকোনো ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারবেন | নির্ভুলভাবে ইংরেজিতে অফিসিয়াল যেকোনো কমিউনিকেশন করতে পারবেন |

মাইক্রোসফট ওয়ার্ড: অফিসের যে কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে করতে হয় তা আপনি অত্যন্ত দক্ষতার সাথে করতে পারবেন | অফিসে সাধারণত বিভিন্ন প্রকার চিঠিপত্র, লেখালেখি, বিভিন্ন ডকুমেন্ট তৈরীর কাজ গুলো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে করতে হয় |

মাইক্রোসফট এক্সেল: অফিসের যে কাজগুলো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে করতে হয় তা আপনি দক্ষতার সাথে করতে পারবেন | অফিসে সাধারণত একাউন্টস এর কাজ, সেলারি সিট তৈরি করা, বিভিন্ন প্রকার হিসাব নিকাশ করা ইত্যাদি কাজগুলো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে করতে হয় |

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট: অফিসে যে কাজগুলো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে করতে হয় তা আপনি দক্ষতার সাথে করতে পারবেন | অফিসে সাধারণত বিভিন্ন মিটিং এর জন্য বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয়, এই রিপোর্ট গুলো সুন্দর ভাবে ম্যানেজমেন্টকে বুঝানোর জন্য মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করতে হয় |

English & Bangla Typing: ভয়েসের মাধ্যমে এবং হাতের মাধ্যমে দ্রুত এবং নির্ভুল বাংলা এবং ইংরেজী টাইপ করতে পারবেন |

Internet & E-mail: অফিসে বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং ইমেইল ব্যবহার করে বিভিন্ন চিঠি আদান প্রদান করতে হয় | ইন্টারনেট এবং ইমেইল এর ব্যবহার গুলো ভালোভাবে শিখতে পারবেন |

ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং ক্যারিয়ার: আমাদের এ কোর্সটি করার পর আপনি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং সেক্টরে কাজ করতে পারবেন | এছাড়া আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর যে কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে চান এ কোর্সটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে |



অফিস ম্যানেজমেন্ট কোর্সটিতে কি কি সুবিধা পাবেন :

  • প্রতিদিন প্র্যাকটিক্যাল ক্লাস করার সুব্যবস্থা
  • মাল্টি মিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়ার সুব্যবস্থা
  • ভিডিও টিউটোরিয়ার ও হ্যাডনোট এর ব্যবস্থা
  • সফটওয়ার ও সোর্স ফাইল
  • বিভিন্ন বিষয়ে টেইনার

অফিস ম্যানেজমেন্ট কোর্স ফি এবং প্যাকেজ :


আপনার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন প্যাকেজে আপনি ভর্তি হতে পারবেন যেমন তিন মাসের কোর্স, ছয় মাসের কোর্স অথবা মাসিক ভিত্তিক কোর্স এ অংশগ্রহণ করতে পারবেন | আপনি চাইলে অনলাইন এবং অফলাইন দুইটি পদ্ধতিতে ক্লাস করতে পারবেন |


কোর্সটিতে ভর্তি হতে চাইলে আজই যোগাযোগ করুন |